রিপন মালী, বরগুনাঃ বরগুনায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৪১ জন নারী- পুরুষ উদ্যোক্তার অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশে এসএমই উদ্যোক্তার ডিজিটাল প্রস্তুতি’ শীর্ষক কর্মশালা।
বুধবার(১১ অক্টোবর) সকালে আরডিএফ টাওয়ারে দুই দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মাশালার প্রথম দিনে প্রশিক্ষণ নেন ৪১ জন নারীও পুরুষ।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশে এসএমই উদ্যোক্তার ডিজিটাল প্রস্তুতি’ শীর্ষক কর্মশালায় প্রথম দিনে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় স্মার্ট টুলস ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যবসা পরিচালনা সহজীকরণ এবং চ্যালেঞ্জ উত্তরনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের ৪১ জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মো: রেজাউল করিম এবং আইসিটি সংশ্লিষ্ট রিসোর্স পার্সন পার্থ প্রতিম রায়। সাংবাদিক আরিফ রহমান, শহিদুল ইসলাম স্বপ্ন, বাংলানিউজের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, মহিউদ্দিন অপু প্রমূখ।