জালাল আহমেদঃ পটুয়াখালী জেলার অন্যতম শ্রেষ্ঠ বেসরকারী আবদুল করিম মৃধা কলেজে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ মে) বেলা ১১ টায় আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষের কক্ষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুস ছালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক্ষ স্বপন কুমার খাসকেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও দপ্তর সম্পাদক অধ্যাপক মো. শফিউল বসার প্রমুখ।
প্রকাশ, পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র চরপাড়া এলাকায় ১৯৬৯ সালে তৎসময় স্বশিক্ষিত পুরান বাজার নিবাসী বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল করিম মৃধা তার নামানুসারে আবদুল করিম মৃধা ( একেএম) কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। গত ০১.০৫.২০২৪ খ্রীঃ তারিখ অত্র কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল আলম ২৬ তম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তার এ যোগদানে ইতিমধ্যে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার সুদক্ষ নেতৃত্বে কলেজে শিক্ষার গুনগত মান এবং কলেজের অবকাঠামোর আরো উন্নয়ন কামনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।