ইশরাত লিটন, পটুয়াখালীঃ ঈদের দিন সকাল ৮ টায় গলাচিপা উপজেলার হ্যালিপ্যাড ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঈদগাহে থাকা দুস্থ ও অসহায়দের গাড়ি করে তার বাসভবনে নিয়ে আসেন।
শুধু তাই নয়, পার্শ্ববর্তী আরও চার পাঁচটি ঈদগাহ থেকে অসহায় লোকদের বাসভবনে নিয়ে আসার ব্যবস্থাও করেন ইউএনও। বাংলোতে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান নিজ হাতে এই অসহায় লোকদের মাঝে খাবার পরিবেশন করেন। খাওয়া শেষে তিনি তাদের মাঝে ঈদ বকশিসও প্রদান করেন।
উপজেলা প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি আলমগীর হোসেনসহ সর্বস্তরের সাধারণ মানুষ এতে খুশি হয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর জন্য দোয়া করেন। ইউএনও এর বাসভবনে সকাল নয়টা থেকে বেলা বারটা পর্যন্ত চলে ঈদের খাওয়া দাওয়া।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “সাধারণ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন।”