পটুয়াখালী প্রতিনিধিঃ “পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ইসলামের আলোকিত জীবন ধারায় সুখ, শান্তি ও কল্যানের বার্তায় ঈদের দিনের মত সুন্দর হোক প্রতিটি দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এর পৃষ্ঠপোষকতায় শনিবার (৬ মার্চ) সকাল ১০ টায় পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌর এলাকার সকল জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদপূর্ব শুভেচ্ছা সম্মানী বিতরণ করা হয়। সম্মানী হিসেবে ১২৫ জন খতিব ও ইমামগনদের প্রত্যেককে ৬০০০ টাকা এবং ১০৯ জন মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ৩৫০০ টাকা করে নগদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান হাফিজ এবং সাবেক ছাত্র ও যুবনেতা রেজাউল করিম সোয়েব সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, পৌর এলাকার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।