পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশের মহান স্থপতি, সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী'র আয়োজনে “বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী'র উপ-পরিচালক মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী'র সহকারী-পরিচালক আসমা আখতার। আলোচনা সভা শেষে পবিত্র কুরআন খতম ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় ৮জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন'র মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হালিম।