মোঃ জিয়াউল ফকির, পিরোজপুরঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয় এসএসসি কেন্দ্রে মোট ৬১৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬০৫ জন। অনুপস্থিত ছিল ১১ জন। ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন এবং টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৭ জন।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মদ আলী জানান, “আমি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করি এবং কোন ধরণের আপত্তিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।”