সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি মরহুম আঃ রব হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন মরহুম আঃ রব হাওলাদার এর ছোট ছেলে মেহেদী হাসান জীবন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না), সদস্য (আহ্বায়ক কমিটি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পটুয়াখালী জেলা শাখা ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পটুয়াখালী জেলা শাখা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক আলী খান কবির সাবেক, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পটুয়াখালী জেলা শাখা ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী। সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখা। সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা। এ্যাডভোকেট শরীফ মোঃ সালাহউদ্দীন সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি ও সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম, পটুয়াখালী জেলা। মোঃ লতিফ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি। এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান, ছোটবিঘাই ইউনিয়ন পরিষদ। এ ছাড়াওও জেলা, উপজেলা ও ইটবাড়ীয়া ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, তারেক রহমান এর নেতৃত্বে আগামীর দেশ পরিচালনায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মরহুম আঃ রব হাওলাদার এর স্মৃতিচারণ করে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য বিশেষ দোয়া মোনাজাত পরবর্তী ইফতার শেষ করেন।