অপূর্ব সরকার, পটুয়াখালীঃ পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২০ মার্চ) বিকাল সাড়ে চার টায় পটুয়াখালী সদর উপজেলাধীন ১২ নং বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ক্যাম্প ঘাটা পোলের হাট নামক এলাকায় বিএনপি’র ইউপি সদস্য থেকে এলাকাবাসী মুক্তি চায় এই শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটির আয়োজক ছিলো টিসিবির কার্ডধারী ও জেলেরা।
মানববন্ধনে উপস্থিত হওয়া ভুক্তভোগীরা ও প্রতিবাদকারীগন বলেন, “বিএনপির ইউপি সদস্যরা টিসিবির পণ্য নিয়ে দীর্ঘদিন আমাদের সাথে অনিয়ম করে আসছিলো, তারা ভুয়া নাম দিয়ে তাদের পছন্দের ও কাছের লোকদের নাম যুক্ত করেছেন। যেখানে আমরা বঞ্চিত হচ্ছি অধিকার থেকে। ৮০ কেজি চালের স্থানে ৬০ কেজি চাল দিতে চেয়েছে। চেয়ারম্যানের কাছে গিয়ে আমরা অভিযোগ করলে চেয়ারম্যান নিজে টিসিবির ৮০ কেজি চাল আমাদের মাঝে বন্টন করেন। আমরা বড় বিঘাই ইউনিয়নের জেলেদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে ও অনেক বৈধ পেশাদার জেলেদের মৎস অধিদপ্তরের কার্ড থাকা সত্বেও তারা এই টিসিবির প্রদত্ত চাল থেকে বঞ্চিত হচ্ছি এই অসাধু মেম্বারদের কারনে। তারা চেয়ারম্যান এর জন্য চুরি করতে পারে নাই। তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা টিসিবির কার্ড ধারী ও জেলেরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
৮ নং ওয়ার্ডের মাজেদ মৃধা বলেন, “চেয়ারম্যান ভালো মানুষ। আমাগো বিপদ আপদে পাশে থাহে।” ৮ নং ওয়ার্ডের ইসাক মাঝি ও আব্দুর রব ফরাজী বলেন, “মোরা মাছ ধরি, মোগ কার্ড আছে। হেইর পরো কেমনে জানি নাম বাদ পরে, চাউল পাই না। চেয়ারম্যান এর কাছে গেলে হে ব্যবস্থা কইরা দেয় চাউলের।”
৯ নং ওয়ার্ডের সাইদুল মুসল্লী বলেন, “জীবন শেষের দিকে, বাচমু কয়দিন যানি না। তয় চেয়ারম্যান ভালা মানুষ।” আর একজন এলাকাবাসী বলেন, ভালা-খারাপ বুঝি না। যে কাম করে হেরে ভালো কইতে হইব্ব।”
উল্লেখ্য, ২৫ তারিখ (সোমবার) জেলা প্রশাসক বরাবর প্রদত্ত অনিয়মের অভিযোগ দায়ের প্রসঙ্গে অভিযোগকারী নিম্নস্বাক্ষরকারীগন ০১। খ.মু মাইনুল আহসান (জিয়া), সদস্য ০৩ নং ওয়ার্ড, ০২। মোঃ জামাল হোসেন (মিন্টু), সদস্য ০৬ নং ওয়ার্ড, ০৩। মোঃ মিজানুর রহমান, সদস্য ০৮ নং ওয়ার্ড, ০৪। মোঃ জামাল হোসেন হাং, সদস্য ০৯ নং ওয়ার্ড, ০৫। মোঃ কাওসার আকন, সদস্য ০২ নং ওয়ার্ড, ০৬। মোসাঃ বিউটি বেগম, সদস্যা ০১,০২ ও ০৩ নং ওয়ার্ড, ০৭। মোসাঃ মনিরা আক্তার, সদস্যা ০৫,০৬ ও ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বড়বিঘাই ইউনিয়ন পরিষদ ১৫ টি অভিযোগ লিখিত ভাবে জমা দিয়েছেন যার স্মারক নং 781220240325-20।