মানুষ কাকে খোঁজে মনেইবা রাখে কাকে
হার্দিক সম্পর্ক গড়ে তোলে কার সাথে।
নিশ্চিত জীবনের আলো কেনই বা খুঁজে ফেরে
পথের সন্ধান পথের দিশা খুঁজে ফেরে কেনই বা।
জীবন যখন শুরু হয়েছিল মানুষ রূপে
মানুষের রূপ সে কী সবসময় অপরূপ ছিল।
আদি অন্ত রূপরেখা খুঁজে পাওয়া দুষ্কর
মানুষ একসময় যে হার্দিক ছিল তা এখনো চলমান।
দেশ মহাদেশ বিভক্তি, কালো সাদা নানারূপ
বহতা জীবনের নানা বাঁকে নানা রঙ রূপে।
হিংসা বিদ্বেষ প্রকাশ নানা রূপে নানা রঙে
তারপরও মানুষ মানুষের তরে নিবিড় চাষে রত।
শোষণ বঞ্চনা নিপীড়ন বৈষম্য দূর হবে কবে
পথে হেটে হেটে পথের দিশা খুঁজে।
পৃথিবী রূপ পাল্টায় পাল্টে যায় মানুষ
স্বপ্নেরা চারা বুনে চলে নূতন সমাজ।
মানুষ এখনো নিজেকে খুঁজে ফেরে দিবারাত্রি
যুদ্ধ যন্ত্রণা, ক্ষুধা অপুষ্টি রোগ শোক কত কী।
শান্তির অন্বেষায় জীবন বাজি রাখে শক্ত করে
আজ না হয় কাল আসবে ফিরে নূতন ভোর।