বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বরিশাল জেলার গৌরনদী সদরের এবি সিদ্দিক নার্সিং ইন্সিটিউট এর উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসষ্টান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এবি সিদ্দিক নার্সিং ইন্সিটিউট এর ভারপ্রাপ্ত সভাপতি আসমা খানমের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন এবি সিদ্দিক নার্সিং ইন্সিটিউট এর চেয়ারম্যান মো. আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মাণষ কুমার নাথ, কমিউনিটি প্যারামেডিকেল অফিসার ডা. রামেন্দ্র মজুমদার, ইনেস্ট্রাক্টর রৃতুপর্না বনিক, ইনেস্ট্রাক্টর পাপ্রী খানম ও ইনেস্ট্রাক্টর আখী আক্তার-প্রমূখ।