মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ বাংলাদেশ আ'লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন পটুয়াখালী-১ আসনে আবারও মনোনয়ন পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল শেষে জেলা সদরে আনন্দ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে ব্লু রংয়ের একটি পিকআপ উল্টে ছাত্রলীগের ২০ নেতা কর্মী আহত হয়েছে।
আহত নেতাকর্মীদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। এদিকে পিক আপের ড্রাইভার ঘটনার পরই লাপাত্তা হয়েছেন।
মঙ্গবার(২৮ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার লেবুখালি-বাউফল মহাসড়কের লালখাঁ'র ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নেতাকর্মীদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের পটুয়াখালী ও বরিশালে পাঠানো হয়েছে। গুরুতর আহতেরা হলেন- রোমান, তানিম, রনি, পারভেজ, কাদের, তামিম, রুম্মান ও মামুন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অপর আহতেরা হলেন- রাহাত(২০), নাঈম(১৮), শাকিব(২২), তামিম(২০), আরাফাত(২০), আবু নাঈম(১৮) ও রাব্বি(১৮)। এছাড়াও অনেকেই স্থানীয় ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তরিকুল ইসলাম রানা নামের এক আহত ছাত্রলীগকর্মী জানান, লালখা'র ব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বাউফল গামী চেয়ারম্যান পরিবহন নামের একটি বাস বেপরোয়া গতিতে আমাদের পিক আপের সামনে এসে পড়ে( তাওমারে) এবং একটি মিশুক গাড়িকে সাইড দিতে গিয়ে আমাদের পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ প্রেরন করা হয়েছে।