1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ গৌরনদীতে সাবেক সেনা সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ভোলায় ধ্বংস করা হয়েছে প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সদর উপজেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত পটুয়াখালীতে ডাঃ আজাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত প্রত্যাহার না করলে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি বন্দোবস্ত পাওয়ার পঁচিশ বছরেও জমি দখলে যেতে পারেনি ভূমিহীন তিনটি পরিবার পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা পবিপ্রবির ছাত্র আশিকের অকাল মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি, শিক্ষার্থীদের ক্ষোভ বাউফলে ভাড়াটিয়ার দোকান তালা দেওয়া সহ ভাড়া উত্তোলনের অভিযোগ পিরোজপুরে বর্ষবরণে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠার বর্ণিল আয়োজন

অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুল্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এ অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নে সর্বস্তরের জণগনের সহযোগীতা নিশ্চিত করনের লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষকবৃন্দ, সামাজিক সাংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার বাঁধনহারা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং করনীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদরস্থ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ সাকিব সাইফ, সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ(ওসি) ইমতিয়াজ আহম্মেদ।

অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ’র উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল জলিল, মাওলানা আবুল হাসান বোখারী, গণ অধিকার পরিষদের নেতা মো. শাহীন, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াচ বাচ্চু, জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক এ্যাড. আবু সাঈদ খান, হাফেজ আলমগীর, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, সামাজিক সংগঠন কর্মী আহম্মেদ কাওসার, সদর উপজেলা ছাত্র শিবির নেতা জোবায়ের হোসেন, ছাত্র রিফায়েত কবির প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সকল উন্নয়ন ও সংস্কার কাজে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে শান্তি- শৃংঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে সবাইকে সহযোগিতা করার আহবান জানান। সভায় উপজেলা পর্যায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষকবৃন্দ, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট