1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনির গ্রে*প্তার বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ-কে বহিস্কার “নেতা চাই না রাস্তা চাই-সড়ক পথের ভোগান্তি, জীবন নয় অশান্তি” প্লাকার্ড লিখে মানববন্ধন বাউফলে মোটর সাইকেল চা*পা দিয়ে শিশু হ*ত্যা চেষ্টার অভিযোগ পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার “আগামী কোরবানী ঈদের আগেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন” -আলতাফ হোসেন চৌধুরী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাউফলে মনির হোসেন রাজার সৌজন্যে লিফলেট বিতরণ ঈদের দিনে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গলাচিপার ইউএনও মিজানুর রহমান বাউফলে সেলুনের আড়ালে যখন মা*দক কারবারি সুনীল পটুয়াখালীতে আত*শবা*জি ফোটাতে গিয়ে এক শিশুর মৃ*ত্যু ও দুই কিশোর গু*রুত*র আ*হ*ত

“অন্তবর্তী সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝে ব্যবস্থা নিবে। আমরা সহযোগিতা করবো।” -এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ “জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের জনগণের সেন্টিমেন্ট গণতন্ত্র ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। তাই, অন্তবর্তী সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝে ব্যবস্থা নিবে। আমরা সহযোগিতা করবো।”

তিনি আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, “মানুষের ধারনা ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে পাঁচ লাখ লোক মারা যাবে। কিন্তু গত ৭ মাসে ৭ জন লোকও মারা যায়নি। কারন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি কোন ভাংচুর করে না। পতিত সরকারের নেতারা কোথায় কোথায় আছে, আমরা জানি।” তিনি বলেন, “আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। আমরা দেড়যুগ আন্দোলন করেছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা জিতেছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এ চ্যালেঞ্জেও আমরা জয়ী হবো।” তিনি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামীলীগ যা করেছে আমাদের নেতা কর্মীরা সে আচরণ করবে না। মানুষকে ভালবাসতে হবে।”

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চুন্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, সদস্য ইঞ্জিঃ একেএম ফারুক আহমেদ তালুকদার, সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা সমূহের বিএনপির সভাপতিবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভাস্থলে জেলার সকল উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতে জনসভাটি জনসমুদ্রে পরিনত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট